ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদ সামনে রেখে দাম বেড়েছে মাছ, মাংসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
ঈদ সামনে রেখে দাম বেড়েছে মাছ, মাংসের

ঢাকা: ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারে সবজি, পেঁয়াজ, রসুন, আলু ও ডিম অপরিবর্তিত দরে বিক্রি হলেও কিছুটা দাম বেড়েছে গরু, খাসি ও মুরগির মাংসের। এছাড়া মাছ এবং চিনির দামও কিছুটা বেড়েছে।

শুক্রবার (১ জুলাই) রাজধানীর মুগদা, মালিবাগ ও সেগুনবাগিচা বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

রাজধানীর খুচরা বাজারে গত সপ্তাহের থেকে এ সপ্তাহে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা দাম কমেছে বিভিন্ন সবজির। ঢেঁড়স ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, কচুরমুখী ৪০ টাকা, টমেটো ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া কাকরোল, করলা ও পটল ৩০ টাকা, সব ধরনের শাক ২০ থেকে ৩০ টাকা (প্রতি আটি), মিষ্টি কুমড়া (প্রতি ফালি) ৩০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, ধনেপাতা ১শ’ টাকা, পেঁপে ২০ টাকা, শসা ৩০ থেকে ৪০ টাকা ও বেগুন ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আলু ও ডিম অপরিবর্তিত দরে বিক্রি হচ্ছে রাজধানীর খুচরা বাজারে। তবে কিছুটা দাম কমেছে আমদানি করা রসুনের।

রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজ (দেশি) প্রতি কেজি ৪২ থেকে ৪৫ টাকা, (আমদানি) ৩০ টাকা। রসুন (দেশি) ১শ’ ৪০ টাকা, (আমদানি) ১শ’ ৭০ থেকে ১শ’ ৮০ টাকা, আলু প্রতিকেজি ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

ফার্মের মুরগির ডিম খুচরা বাজারে প্রতি হালি ৩২ টাকা ও ডজন ৯৫ টাকা, দেশি মুরগির ডিম হালি ৪০ টাকা ও ডজন ১২০ টাকা এবং হাসের ডিমের হালি ৩৫ টাকা ও ডজন ১শ’ ৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও কেজিপ্রতি ৫ টাকা বেড়েছে লেয়ার মুরগির দাম। ব্রয়লার প্রতিকেজি ১শ’ ৮০ টাকা, লেয়ার প্রতিকেজি ২শ’ ২৫ টাকা। দেশি মুরগির পিস ৩শ’ ৫০ টাকা। পাকিস্তানি মুরগির পিস ২শ’ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়ে যাওয়া দামেই বাজারভেদে মসুর ডাল (দেশি) ১শ’ ৫০ টাকা ও ছোলা ৯০ থেকে ৯৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কেজিতে ২ টাকা বেড়েছে চিনির দামও। এ সপ্তাহে চিনি ৬৮ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে রাজধানীর বাজারে মাছের দাম কিছুটা বাড়তির দিকেই। রুই মাছ (ছোট) ১শ’ ৭০ থেকে ১শ’ ৯০ টাকা, (বড়) ২শ’ ২০ থেকে ২শ’ ৫০ টাকা প্রতি কেজি, ছোট কাতলা ১শ’ ৮০ টাকা ও বড় ২শ’ ২০ টাকা কেজি, চিংড়ি (ছোট) ৫শ’ টাকা কেজি, তেলাপিয়া ১শ’ ৭০ থেকে ১শ’ ৯০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে।

খাসি ও গরুর মাংসও বাড়তি দামে বিক্রি হচ্ছে। প্রতিকেজি খাসির মাংস বাজারভেদে ৬শ’ ৫০ থেকে ৭শ’ টাকা। আর গরুর মাংস প্রতিকেজি ৪শ’ ৩০ থেকে ৪শ’ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এফবি/জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।