ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একনেকে ৫ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
একনেকে ৫ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

ঢাকা: ৭শ’ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (১২ জুলাই) রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

বৈঠকে ‘বাংলাদেশ কোস্টগার্ডের জন্য বিভিন্ন ধরনের জলযান নির্মাণ’ প্রকল্পটি ৪৪৫ কোটি ৪২ লাখ টাকা ব্যয় ধরে অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত ‘জেলা সদর ও ব্যাটালিয়ন সদরের আনসার ও ভিডিপির ব্যারাকগুলোর ভৌত সুবিধাদি সম্প্রসারণ’ প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৫২ কোটি ৭১ লাখ টাকা।

কোস্টগার্ড প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা। ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৫ সালের ডিসেম্বর মাসে নৌ-বাহিনী থেকে ধার নেওয়া দু’টি টহল জাহাজের সমন্বয়ে তাদের কার্যক্রম শুরু করে। এরপর গত ২০ বছরে উপকূলীয় অঞ্চলের চোরাচালান, ডাকাতি, মাদক থেকে শুরু করে মানবপাচার প্রতিরোধে সংস্থাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে ভৌত স্থাপনা, যান ও উপকরণের ঘাটতি রয়েছে সংস্থাটির।

প্রকল্পটি বাস্তবায়িত হলে এ ঘাটতি কমবে। প্রকল্পের আওতায় বিভিন্ন ১৪টি আধুনিক জলযান কেনা হবে।

৮৭ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ‘সিরাজগঞ্জের কাজিপুরে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট’ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। ‘ভৈরব বিসিক শিল্পনগরী’ প্রকল্পেরর ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৯১ লাখ টাকা। এছাড়া ‘নরসিংদীর মাধবদীতে অবস্থিত কাপড় প্রক্রিয়াজাতকরণ সেন্টারের আধুনিকায়ন, সংস্কার (বিএমআরই)’ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৫৮ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।