ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যানের জানাজা সম্পন্ন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যানের জানাজা সম্পন্ন

ঢাকা: প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহতাব উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) বাদ মাগরিব রাজধানীর বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

বিদেশে অবস্থানরত সন্তানরা দেশে ফিরে আসায় পরিবারের পক্ষ থেকে শুক্রবার বাদ মাগরিব দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে শুক্রবার বাদ জুমা গুলশান আজাদ মসজিদে এবং বিকেলে তার দীর্ঘদিনের কর্মস্থল প্রাণ-আরএফএল সেন্টারে জানাজা সম্পন্ন হয়।
 
বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহতাব উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।