ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সারিয়াকান্দিতে এক্সিম ব্যাংকের ১০৬ তম শাখার উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
সারিয়াকান্দিতে এক্সিম ব্যাংকের ১০৬ তম শাখার উদ্বোধন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক্সপোট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের (এক্সিম ব্যাংক) ১০৬ তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ই জুলাই) দুপুর আড়াইটায় উপজেলা সদরের কলেজ রোডে শাখাটির উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান এমপি।

সারিয়াকান্দি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, বাংলাদেশ ব্যাংক বগুড়ার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মনোজ কুমার, বিশিষ্ট ঠিকাদার আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সারিয়াকান্দি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান স্বপন, সারিয়াকান্দি বনিক সমিতির আহ্বায়ক আবু তৈয়ব মো. জহুরুল  ইসলাম বাদশা, ব্যাংকের সারিয়াকান্দি শাখা ব্যবস্থাপক আহসান হাবিব প্রমুখ।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।