ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পর্দা নামলো বিবিআইএন বিজনেস এক্সপো’র

শামীম হোসেন, সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
পর্দা নামলো বিবিআইএন বিজনেস এক্সপো’র ছবি- বাংলানিউজটোয়েন্টিফাের

শিলিগুড়ি বিবিআইএন এক্সপো থেকে: বাণিজ্য ও অবকাঠামোগত বাধা দূর করে পারস্পরিক সহযোগিতার ভিত্তি আরও মজবুত হবে এমন প্রত্যাশা রেখে শেষ হলো বিবিআইএন বিজনেস এক্সপো।

বিবিআইএনভুক্ত দেশগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট মহানন্দা নদীর তীরবর্তী শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী এ মেলা।

ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের আয়োজনের এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্সের (এফবিসিসিআই) উদ্যোগে এক্সপো আয়োজিত হয়।

এতে বিবিআইএন ভুক্ত চার দেশের (বাংলাদেশ-ভারত-ভুটান-নেপাল) বিভিন্ন ধরনের ৬০টি স্টল অংশ নেয়।

১৪ জুলাই (বৃহস্পতিবার) কলকাতার ললিত ওবেরয় হোটেলে সার্কভুক্ত চারটি দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতিতে এ বিজনেস ফোরামের উদ্বোধন করা হয়। পরদিন (১৫ জুলাই) শিলিগুড়ির সিদ্দি বিনায়াক গ্রাউন্ডে শুরু হয় তিন দিনব্যাপী বিবিআইএন বিজনেস এক্সপো।

এখানে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে প্রাণ ফুডস, ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, সাসকো গ্রুপ, কাই অ্যালুমিনিয়াম, মেট্রোসেম সিমেন্ট, আবাদি ন্যাচার ফার্মস লিমিটেড, ওয়েল ফুড, প্যারাগন সিরামিক, নন্দস ক্রাফটসসহ বিশটিরও বেশি স্টল।

ভারত থেকে সোলার প্যানেল এবং পানি বিশুদ্ধকরণ যন্ত্র, নির্মলিয়া, পশ্চিমবঙ্গ ট্যুরিজম বোর্ড, এবিও ইলেক্ট্রিক পাওয়ার লিমিটেড, ফাইন্যান্সিয়াল এসকট সার্ভিস, ওয়ানকার্ট ইন্টারন্যাশনালসহ ২৫টিরও বেশি স্টল। এছাড়া ভুটানেরও ফুড আইটেম নিয়ে স্টল অংশ নেয়।

তবে এসব কিছু ছাড়িয়ে বাংলাদেশি পোশাকের স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্যণীয়। বাংলাদেশি কাপড়ে পশ্চিমবঙ্গের লোকদের আগ্রহ দেখে এখানে স্টল নিয়ে আসা বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরাও খুশি।

১৪০ সদস্যের বিজনেস ডেলিগেট টিমের অংশ হয়ে বাংলাদেশের বিভাগ ও জেলা পর্যায় থেকে চেম্বার অব কমার্সের প্রতিনিধি দল এখানে অংশ নেয়। এর মধ্যে বিবিআইএন'র গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোন হিসেবে ঘোষিত পঞ্চগড় চেম্বার অব কমার্স থেকে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি এটিএম কামরুজ্জামান শাহেনশা'র নেতৃত্বে ৫০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।  অনুষ্ঠানের সমাপণী বক্তব্য শেষে এফবিসিআইয়ের প্রেসিডেন্ডন্ট মাতলুব আহমাদ পঞ্চগড় চেম্বারের সদস্যদের ধন্যবাদ জানিয়ে ভারপ্রাপ্ত সভাপতির হাতে ক্রেস্ট তুলে দেন।
**উত্তর-পশ্চিম ভারতে বাংলাদেশি পণ্যের বাজার তৈরিই লক্ষ্য
**ঢাকাইয়া জামদানি নিয়ে শিলিগুড়িতে ফাতেমা
**বিবিআইএনের সফলতায় বাধা রাজনৈতিক​
**বিবিআইএন’র চার দেশে হবে ইকোনমিক জোন

   
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এসএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।