ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কোরবানির আগেই ট্যানারি স্থানান্তরের আহ্বান

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
কোরবানির আগেই ট্যানারি স্থানান্তরের আহ্বান ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা নর্থ ব্যুরো (সাভার): আগামী কোরবানির ঈদের আগেই রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সব ট্যানারি সাভারে স্থানান্তরের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বুধবার (০৩ আগস্ট) দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারির সিইটিপি পরিদর্শন শেষে এক আলোচনা সভায় ট্যানারি মালিকদের প্রতি তিনি এ আহ্বান জানান।

এ সময় মন্ত্রী বলেন, সরকার অস্ত্রধারী জঙ্গিদের মোকাবেলা করতে পারলে ট্যানারি কন্ট্রাক্টরদেও কঠোরভাবে মোকাবেলা করতে পারবে।

তিনি আরো বলেন, ট্যানারির জন্য নদী দূষণ হচ্ছে। ঢাকা শহরের মানুষ নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে।
এ সময় তিনি ট্যানারি স্থানান্তরে অগ্রগতি না থাকায় মালিকদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।

আলোচনা সভায় মালিকরা ট্যানারি স্থানান্তর নিয়ে বিভিন্ন সমস্যা মন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রী তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সভায় আরো বক্তব্য রাখেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাভারের সংসদ সদস্য ড. এনামুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশারফ হোসেন ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর ও বিভিন্ন ট্যানারির মালিকরা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।