ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জঙ্গিবাদ দমন না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
জঙ্গিবাদ দমন না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়

ঢাকা: জঙ্গিবাদ দমন না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।

তিনি বলেন, টেকসই উন্নয়নে দরিদ্র, ক্ষুধা এবং বৈষম্য দূর করতে হবে।

অথচ দেশের উন্নয়নে মানুষের কল্যাণে আগে যে অর্থ ব্যয় করা হতো, এখন সেই অর্থ অস্ত্র কেনার কাজে ব্যবহার হচ্ছে।

বুধবার (০৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ উন্নয়ন পরিষদ আয়োজিত ‘বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সক্ষমতা বৃদ্ধি ও বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন বাস্তবে রূপান্তরিত করতে হলে, এর নীতি, কৌশল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং তথ্যের মাধ্যমে দেশ পরিবার ও সামাজিক ভিত্তিক গবেষণাগার তৈরি করতে হবে।

এ ছাড়া তিনি এসডিজি বাস্তবায়নে চ্যালেঞ্জ হিসেবে নিজস্ব সূচক তৈরি ও তা বাস্তবায়ন করার কথা জানান। এ জন্য সবার প্রথমে দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করে মানবসক্ষমতা ব্যাপকভাবে বাড়াতে হবে বলে মত দেন।

অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহীম খালেদ বলেন, টেকসই উন্নয়ন করতে হলে সরকারকে ঘিরে থাকা অর্থ সন্ত্রসকে র্নিমূল করতে হবে। যা কেবল জনগণের দ্বারাই সম্ভব। এর পাশাপাশি দেশে একমুখী শিক্ষাব্যস্থা চালু করা এবং স্থানীয় সরকারকে স্বাধীন করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলম এবং ড. মো. আসাদুজ্জামান বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ড. রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এমএফআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।