ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাবা-রাফি ও ট্রান্সকম বেভারেজের মধ্যে চুক্তি সই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
বাবা-রাফি ও ট্রান্সকম বেভারেজের মধ্যে চুক্তি সই

ঢাকা: দেশের সর্ববৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরার সহযোগী প্রতিষ্ঠান বাবা-রাফি ও বিশ্ববিখ্যাত কোমল পানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজের মধ্যে চুক্তি সই হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বসুন্ধরার ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টারে এ চুক্তি সই হয়।

বাবা-রাফি’র পক্ষে বসুন্ধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোস্তাফিজুর রহমান এবং ট্রান্সকম বেভারেজের পক্ষে প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) খুরশিদ ইরফান চৌধুরী চুক্তিপত্রে সই করেন।

চুক্তি সই শেষে মোস্তাফিজুর রহমান বলেন, দেশের সর্ব বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরার নতুন প্রতিষ্ঠান বাবা-রাফি পথচলার শুরুতেই বিশ্বের অন্যতম সেরা কোমল পানীয় ব্রান্ড ট্রান্সকম ভেবারেজের সঙ্গে যুক্ত হলো। বাবা-রাফি ও ট্রান্সকম বেভারেজ ভোক্তাদের রুচিসম্মত খাবার পরিবেশনে আন্তরিক থাকবে সব সময়।

খুরশিদ ইরফান চৌধুরী বলেন, ট্রান্সকম বেভারেজের কোমল পানীয় পেপসি, ড্রিংকিং ওয়াটার অ্যাকুয়াফিনা বাংলাদেশের পাঁচতারকা হোটেল ও বড় বড় রেস্টুরেন্টগুলোতে ভোক্তাদের চাহিদা পূরণ করে আসছে। আজ আমরা বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বাবা-রাফি’র সঙ্গে সম্পৃক্ত হলাম। আশা করছি আমাদের এই যৌথ পথচলা সফল হবে।

চুক্তি সই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রেস ও মিডিয়া অ্যাডভাইজার মোহম্মদ আবু তৈয়ব, প্রশাসন ও মানব সম্পদ বিভাগের প্রধান দেলোয়ার হোসেন, ট্রান্সকম বেভারেজের মার্কেটিং ম্যানেজার আরিফুর রহমান, অ্যাকাউন্টস ম্যানেজার রামকৃষ্ণ ব্যানার্জি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এজেড/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।