ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘রেভিনিউ বাড়ানোয় সহযোগিতা করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
‘রেভিনিউ বাড়ানোয় সহযোগিতা করা হবে’

ঢাকা: সিটি করপোরেশন এলাকায় রেভিনিউ বাড়াতে এনবিআরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
 
বুধবার (০৩ আগস্ট) বিকেলে এনবিআর সম্মেলন কক্ষে এনবিআর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে পার্টনারশিপ ডায়ালগে তিনি এ আশ্বাস দেন।


 
মেয়র বলেন, সিটি করপোরেশন নাগরিকদের কাছ থেকে যে রেভিনিউ (রাজস্ব) পায় তা দিয়ে উন্নয়ন সম্ভব নয়। যে রেভিনিউ কালেকশন হয় তা দিয়ে রেভিনিউ ব্যয় মেটানো যায় না। সরকারের সঙ্গে মিলে উন্নয়ন করতে হলে এদিকে নজর দিতে হবে।
 
তিনি বলেন, রেভিনিউ বিষয়ে সিটি করপোরেশন অ্যাক্ট থাকলেও তা সিটি করপোরেশনগুলো বাস্তবায়ন করেনি। আজকে নাগরিকদের ভালো সেবা দেওয়ার প্রয়োজনে রেভিনিউ খুঁজে বের করতে হচ্ছে।
 
মেয়র আরো বলেন, এবার হোল্ডিং ট্যাক্স সমতায় আনার চেষ্টা করা হচ্ছে। ৭ থেকে ৮টি খাত থেকে রেভিনিউ পেয়ে থাকে। গত সাত বছর আগে সরকার যে আইন করে দিয়েছে তার বিধিমালা প্রণয়নে এনবিআরের সহযোগিতা কামনা করেন মেয়র।
 
এবছর বাজেট ঘোষণা হয়ে গেছে, এ আইন বাস্তবায়ন সম্ভব নয়। আগামী বছর থেকে কিভাবে নতুন আইন বাস্তবায়ন করা যায় সে জন্য এনবিআরের সহযোগিতা চেয়েছেন মেয়র।
 
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান দুই মেয়রকে আশ্বস্ত করে বলেন, দুই সিটি করপোরেশনের সঙ্গে আমরা কার্যকর পার্টনারশিপের মাধ্যমে কাজ করবো।
 
অনুষ্ঠানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।