ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৬ মাস যথেষ্ট নয়, বলছেন বিজিএমইএ সভাপতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
৬ মাস যথেষ্ট নয়, বলছেন বিজিএমইএ সভাপতি

ঢাকা: ছয় মাসের মধ্যে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) বহুতল ভবন ভাঙতে আপিল বিভাগের দেওয়া রায় প্রসঙ্গে সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেছেন, এ সময় ভবন ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট নয়।

রোববার (১২ মার্চ) সকালে আপিল বিভাগের রায়ের পরপরই প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে বাংলানিউজকে এ কথা বলেন তিনি।

মো. সিদ্দিকুর রহমান বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

আদালত যে রায় দিয়েছেন তার প্রতিও আমরা শ্রদ্ধাশীল। কিন্তু আদালত হয়তো ভেবেছিলেন যে আমরা এ জায়গা ছেড়ে অন্যত্র চলে যাবো না। তাই, তারা ছয় মাসের মধ্যে ভবন ভাঙার নির্দেশনা দিয়েছেন। কিন্তু এতো কম সময়ে নতুন করে অন্য একটি ভবন তৈরি করে সেখানে চলে যাওয়া সম্ভব নয়। এ সময় আমাদের জন্য যথেষ্ট নয়।
 
তবে বিজিএমইএ সভাপতি আশা করছেন, অন্যত্র ভবন তৈরি করে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আদালত তাদের পরবর্তীতে আরও সময় দেবেন।

সিদ্দিকুর রহমান বলেন, পোশাকশিল্প খাত দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। এ শিল্পে কাজ করছেন ৪০ লাখ শ্রমিক। তাই, আমরা যদি অন্যত্র ভবন তৈরির কাজ শুরু করি, তাহলে শিল্পের স্বার্থে পরবর্তীতে অবশ্যই আদালত আমাদের সময় আরও কিছুটা বাড়িয়ে দেবেন বলে আমার বিশ্বাস।

এর আগে, সকাল পৌনে ১০টার দিকে আপিল বিজিএমইএ’র বহুতল ভবন ভাঙতে ছয় মাসের সময় বেঁধে দিয়ে রায় দেন। এই ভবন ভাঙতে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে তিন বছর সময় চেয়ে আবেদন করে বিজিএমইএ কর্তৃপক্ষ। সেই আবেদনের শুনানি ছিলো রোববার।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
ইউএম/ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।