ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইবিএইউবিতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
ইবিএইউবিতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ইবিএইউবিতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঢাকা: এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে (ইবিএইউবি) আন্তঃকলেজ বিশেষ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) ইবিএইউবি আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চাঁপাইনবাবগঞ্জের ১৪টি কলেজের ৭০জন এইচএসসি পরীক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম মনজুর রেজা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফতাব আলী।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মকবুল হোসেন।

বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মান্নান এমপি, ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।