ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনসংখ্যা-পুষ্টি খাতে ১১৫৪৮৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
জনসংখ্যা-পুষ্টি খাতে ১১৫৪৮৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচিতে ১ লাখ ১৫৪৮৬ কোটি টাকা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

প্রাথমিকভাবে মা ও শিশু স্বাস্থ্য সেবায়, পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, সচেতনতামূলক কর্মকাণ্ডে এ প্রকল্পের টাকা ব্যয় করা হবে।

চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতায় জানুয়ারি-২০১৭ থেকে জুন-২০২২ মেয়াদে এ প্রকল্প বাস্তাবায়ন হবে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।