ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নারী উদ্যোক্তাদের ঋণের সুদ ৯ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
নারী উদ্যোক্তাদের ঋণের সুদ ৯ শতাংশ

ঢাকা: কুটির, মাইক্রো ও ক্ষুদ্রখাতের নারী উদ্যোক্তাদের ঋণের সুদহার ৯ শতাংশের মধ্যে সীমিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
 

সোমবার (০৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
 
এতে বলা হয়েছে, ব্যবসা-বাণিজ্য ও উৎপাদনশীল শিল্পখাতে নারী উদ্যোক্তাদের অধিকহারে উৎসাহিত করতে বিদ্যমান ঋণ বাজার পরিস্থিতির আলোকে বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘স্মল এন্টারপ্রাইজখাতে পুনঃঅর্থায়ন স্কিম’, ‘কৃষিজাতপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনের পুনঃঅর্থায়ন স্কিম এবং ‘কটেজ, মাইক্রো ও ক্ষুদ্রখাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’ এর আওতায় গ্রাহক পর্যায়ে নারী উদ্যোক্তাদের কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক আরোপিত সুদহার ব্যাংক রেট +৪ শতাংশ (সর্বোচ্চ) অর্থাৎ ৯ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।


 
‘স্মল এন্টারপ্রাইজখাতে পুনঃঅর্থায়ন স্কিম’, ‘কৃষিজাতপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনের পুনঃঅর্থায়ন স্কিম এবং ‘কটেজ, মাইক্রো ও ক্ষুদ্রখাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’ এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
 
এ প্রজ্ঞাপন জারির আগে মঞ্জুরিকৃত ঋণের ক্ষেত্রে পূর্ববর্তী সুদহারে পুনঃঅর্থায়নের আবেদন বিবেচনা করার সুযোগ রয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
 
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।