ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন ভ্যাট আইনে বন্ধ হবে হয়রানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
নতুন ভ্যাট আইনে বন্ধ হবে হয়রানি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান (ফাইল ফটো)

ঢাকা: নতুন ভ্যাট (মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক) আইন বাস্তবায়িত হলে ব্যবসায়ীরা হয়রানির শিকার হবেন না বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

সোমবার (০৩ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরে জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পখাত সংশ্লিষ্ট সমিতি/সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

নজিবুর রহমান বলেন, ‘ব্যবসায়ীরা বিভিন্ন সময় অভিযোগ করেন, ভ্যাট দিতে হয়রানির শিকার হতে হচ্ছে।

এজন্য নতুন ভ্যাট আইন প্রণয়ন করা হয়েছে। জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে। তখন থেকে আর কোনো ব্যবসায়ীকে হয়রানির শিকার হতে হবে না। কেননা, ঘরে বসেই ব্যবসায়ীরা তখন যাবতীয় তথ্য সম্পর্কে জানতে পারবেন। কেউ বলতে পারবেন না, আমরা হয়রানির শিকার হচ্ছি’।

বাজেট সম্পর্কে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ২০১৭-১৮ বাজেটে ব্যবসায়ীদের মতামত ও গুরুত্ব সবার আগে থাকবে। কেননা, ব্যবসায়ীরা ছাড়া কোনো বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। তবে সবার সঙ্গে আলোচনা করেই বাজেট প্রণয়ন করা হবে। এর আগে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে বাজেট বাস্তবায়নে যেভাবে আলোচনা হয়েছে, এবার তার চেয়ে বেশি হবে’।

সভায় আলোচনা করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসজে/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।