ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্রেডিট কার্ডের লিমিট ২৫ লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
ক্রেডিট কার্ডের লিমিট ২৫ লাখ টাকা

ঢাকা: দেশের মানুষের মাথাপিছু আয় ও ভোক্তা ব্যয় বৃদ্ধি বিবেচনা করে ক্রেডিট কার্ডের লিমিট ও ব্যক্তিগত ঋণের পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে মঙ্গলবার (০৪ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ। সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো প্রজ্ঞাপনে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

 
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশের ভোক্তা পণ্য বাজার গত কয়েক বছর ধরে দ্রুত বর্ধনশীল হয়েছে এবং মাথাপিছু আয় বৃদ্ধি ভোক্তা ব্যয়ের পরিমাণ বৃদ্ধি করেছে। বিদ্যমান বাজার মূল্য এবং ভোগ্যপণ্যের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে নিয়ন্ত্রণ-১৩ পরিবর্তন এবং প্রবিধান-৩০ উপভোক্তা অর্থায়নের নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।
 
‘বর্তমানে গ্রাহকের জামানতবিহীন ক্রেডিট কার্ডের সীম‍া ১০ লাখ টাকা। সম্পূরক কার্ড (সাপ্লিমেন্টারি কার্ড) মূল কার্ডের অংশ হিসেবে বিবেচিত হবে। এখন থেকে ব্যাংক ১০ লাখ টাকার বেশি অর্থায়ন করার অনুমতি দিতে পারবে। তবে ১০ লাখ টাকার অতিরিক্ত যেকোনো পরিমাণ অর্থায়নের জন্য বাড়তি পরিমাণ তরল সিকিউরিটিজ সুরক্ষিত রেখে বরাদ্দ সীমার টাকা অতিক্রমের অনুমতি দেওয়া হবে। তবে এর পরিমাণ ২৫ লাখ টাকার বেশি হতে পারবে না’।
 
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বৈদেশিক মুদ্রায় কার্ডের ক্ষেত্রে, কার্ড ঋণ পরিশোধ সাপেক্ষে বা নিজ নিজ বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের বিরুদ্ধে সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাংলাদেশি নাগরিকদের বরাদ্দ বৈদেশিক মুদ্রা কোটা লিয়েন জারি করা যেতে পারে’।
 
‘ব্যাংকগুলো বর্তমানে ৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যক্তিগত ঋণ (পার্সোনাল লোন) বিতরণ করছে। এখন থেকে এ ঋণ ২০ লাখ টাকা পর্যন্ত বিতরণ করতে পারবে। তবে ঋণের বিপরীতে উপযুক্ত তরল নিরাপত্তা দিতে হবে। আবার এ ঋণের পরিমাণ যেকোনো অবস্থাতেই মোট ঋণের প্রবৃদ্ধি অতিক্রমও করতে পারবে না’।
 
এছাড়া ব্যাংক ভোক্তা ফাইন্যান্স এমনভাবে, কোনো ক্ষেত্রে, ‘কনজিউমার ফাইন্যান্সিং’ অধীনে মোট ঋণের প্রবৃদ্ধির হার ব্যাংকের মোট ঋণের প্রবৃদ্ধির হার অতিক্রম করা উচিত নয় বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।