ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘স্যাভলন ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
‘স্যাভলন ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইন ‘স্যাভলন ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইন

ঢাকা: অ্যাডভান্সড কেমিকেল লিমিটেডের (এসিআই) পণ্য এবং দেশের অন্যতম অ্যান্টিসেপ্টিক ব্রান্ড স্যাভলন জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে ‘স্যাভলন ক্লিন বাংলাদেশ’ নামে একটি পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের আয়োজন করেছে।

ক্যাম্পেইনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্বরা।

‘স্যাভলন ক্লিন বাংলাদেশে'র অংশ হিসেবে সোমবার (০৩ এপ্রিল) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ এসিআইয়ে'র কর্মকর্তারা এই ক্যাম্পেইনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।