ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবহাওয়া সেবায় বিশ্বব্যাংকের ১১ কোটি ৩০ লাখ ডলার ঋণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
আবহাওয়া সেবায় বিশ্বব্যাংকের ১১ কোটি ৩০ লাখ ডলার ঋণ

ঢাকা: বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়া পর্যবেক্ষণ নেটওয়ার্ক, আগাম পূর্বাভাস সক্ষমতা ও সতর্কবার্তা প্রদান ব্যবস্থা আধুনিক ও শক্তিশালীকরণে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ‘বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা’ প্রকল্পে এ ১১ কোটি ৩০ লাখ ডলার ঋণ সহায়তা আসছে।

বুধবার (০৫ এপ্রিল) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে এ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।  

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।