ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সরকারের আয়ের বড় উৎস বিটিআরসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
সরকারের আয়ের বড় উৎস বিটিআরসি

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারের একটা বড় আয়ের উৎস হলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সেখানে আমরা তরঙ্গ ভাগ করে দেই, সেখানে বড় টাকা পাই।

বুধবার (০৫ এপ্রিল) সচিবলায়ে দু’টি সরকারি প্রতিষ্ঠানের লভ্যাংশের চেক গ্রহণ শেষে সাংবাদিকদের একথা বলেন অর্থমন্ত্রী।

মুহিত বলেন, গত প্রায় ২০ বছর আমাদের প্রবৃদ্ধি প্রায় ৬ দশমিক ৩ শতাংশ।

এবারে আমাদের লক্ষ্য ৭ দশমিক ২। আমার প্রত্যাশা ৭ দশমিক ২’র চেয়েও বেশি হবে। কোনো কোনো প্রজেকশন অনুসারে প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ বলা হয়েছে।

তিনি বলেন, আমরা এবারের সুবিধা পাচ্ছি দেশের স্বার্থে। ২০১৫-১৬ পর্যন্ত দেশ ভালোই চলছে। অর্থনৈতিকভাবে চলছে। মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে এত ব্যস্ত, আমার মনে হয় কেউ আর কোনোদিন এ দেশে হরতাল ডাকবে না। কারণ, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ হচ্ছে।

মুহিত বলেন, আমাদের উদ্দেশ্য-পলিসি খুব সহজ ও বহু বছরের। একটাই কারণ দারিদ্র্য কমানো গেলে উৎপাদন-চাহিদা ও প্রবৃদ্ধি বাড়বে। এটি বাংলাদেশে আরও অন্ততপক্ষে দশ বছরের মতো চলবে। ইন্স্যুরেন্সে এখন বড় ধরনের ব্যবসা হচ্ছে। আমরা আশা করবো, অন্যান্য ব্যবসার মতো এর প্রবৃদ্ধি আরও বাড়বে।

২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইফতেখার-উজ-জামান একশ উননব্বই কোটি চুরাশি লাখ টাকা ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ একশ কোটি টাকা লভ্যাংশের চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন।

এ সময় বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, আইসিবি ব্যবস্থাপনা পরিচালক মো. ইফতেখার-উজ-জামান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭/আপডেট: ২১৫৯ ঘণ্টা
এসই/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।