ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘কমিশনার অব দ্য মান্থ’ হলেন তিন কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
‘কমিশনার অব দ্য মান্থ’ হলেন তিন কমিশনার

ঢাকা: শুল্ক ও ভ্যাট বিভাগের ২০১৬-২০১৭ অর্থবছরের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ফেব্রুয়ারি মাস পর্যন্ত অর্জন করায় তিন কমিশনারকে ‘কমিশনার অব দ্য মান্থ’ ঘোষণা করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বুধবার (৫ এপ্রিল) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে রাজস্ব সংগ্রহ সংক্রান্ত অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক মাসিক রাজস্ব সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ওই তিন কমিশনার হলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) একেএম নুরুজ্জামান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের মো. সফিকুল ইসলাম ও বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. শওকাত হোসেন।

মো. নজিবুর রহমান বলেন, চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে পরিচালিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক রাজস্ব সংগ্রহের ধারাবাহিকতা এবং গতিশীলতা বজায় রাখতে হবে। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে এক সাথে কাজ করতে হবে। এছাড়া রূপকল্প-২০২১ এবং রূপকল্প ২০৪১ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুখী, সমৃদ্ধ, শিক্ষিত এবং স্বাবলম্বী বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি। এজন্য আমাদের রাজস্ব সংগ্রহের কাজে সর্বাত্মকভাবে মনোনিবেশ করার পাশাপাশি রাজস্ব-বান্ধব, ব্যবসা-বান্ধব, করদাতা-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
 
রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট বিভাগের সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের শুল্ক ও ভ্যাট বিভাগের সংশ্লিষ্ট কমিশনাররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসজে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।