ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের ‘শরীআহ্ সচেতনতা’ শীর্ষক সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
ইসলামী ব্যাংকের ‘শরীআহ্ সচেতনতা’ শীর্ষক সভা  ইসলামী ব্যাংকের ‘শরীআহ্ সচেতনতা’ শীর্ষক সভা

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) ঢাকা ইস্ট জোনের উদ্যোগে ‘শরীআহ্ সচেতনতা’ শীর্ষক সভা অনুষ্ঠিত।

শনিবার (০৮ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুছ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোন প্রধান ড. মো. কামাল উদ্দিন জসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মোহাম্মদ মঈন উদ্দিন ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ।

ঢাকা ইস্ট জোনের আওতাধীন শাখাসমূহের গ্রাহক ও কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

রোববার (০৯ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।