ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই’র নির্বাচন: চূড়ান্ত তালিকা ৩০ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এফবিসিসিআই’র নির্বাচন: চূড়ান্ত তালিকা ৩০ এপ্রিল

ঢাকা: বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের পরিচালক নির্বাচনে ৩৬ পদের বিপরীতে ৭৭টি মনোনয়নপত্র জমা পড়েছে।

জানা গেছে, আগামী ২৩ এপ্রিল যে তালিকা প্রকাশ করা হবে তা নিয়ে আপত্তি থাকলে ২৭ ও ২৯ এপ্রিল শুনানি শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা আগামী ৩০ এপ্রিল প্রকাশ করা হবে।

গত ২ এপ্রিল থেকে মনোনয়নপত্র জমা দেয়ার প্রক্রিয়া শুরু হয়ে ১০ এপ্রিল (সোমবার) তা শেষ হয়েছে।

এখন যাচাই-বাছাই শেষে ২৩ এপ্রিল বৈধ মনোনয়নপত্র প্রকাশ করা হবে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক পদের এ নির্বাচনের তালিকায় চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩শ’ ৪১ জন।

৬০টি পরিচালক পদের মধ্য থেকে আগামী ১৪ মে নির্বাচনে ৩৬টি পদে পরিচালক সদস্যদের ভোটে নির্বাচিত হবেন এবং বাকি ২৪ জন পরিচালক অ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে মনোনীত হয়ে আসবেন। এরপর মনোনীত পরিচালকদের ভোটে ১৬ মে সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচিত হবেন।

বাংলাদেশ সময় ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।