ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আমানতকারীরা ব্যাংকের সময় নষ্ট করে না 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আমানতকারীরা ব্যাংকের সময় নষ্ট করে না 

ঢাকা: ঋণগ্রহীতা  বা ঋণ খেলাপিরা যেভাবে ঘণ্টার পর ঘণ্টা ব্যাংকে সময় নষ্ট করে আমানতকারীরা তেমন সময় নষ্ট করে না। ব্যাংকের মূল চালিকাশক্তি আমানতকারী। অথচ ব্যাংকে তারাই বেশি নিগৃহীত। 

মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে ‘ক্রেডিট অপারেশনস অব ব্যাংকস-২০১৬’ শীর্ষক গবেষণাপত্রের উপর প্যানেল আলোচনায় মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুল আমিন এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যাংকগুলোর কাঁধে অতিরিক্ত তারল্যের বোঝা।

ব্যবসায়ীদের দর কষাকষির ক্ষমতা আছে। তাদের চাপাচাপিতে ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা হয়েছে। এর প্রভাব পড়েছে আমানতের সুদ হারের ওপর। আগে ব্যাংকে আমানত রেখে অনেকেই ভালোভাবে চলতে পারতেন। এখন এটা এতোটাই কমে গেছে যা খুবই ‘অ্যালার্মিং’।  

এ সময় তিনি ব্যাংকের ঋণগ্রহীতাদের ব্যবসার খরচ কমাতে ঋণের খরচ কমানোর ওপর চাপ না দিয়ে অন্যান্য দিকে নজর দেওয়ার পরামর্শ দেন। একইসঙ্গে একজন গ্রাহক যাতে একই জামানত দিয়ে একাধিক ব্যাংক থেকে ঋণ নিতে না পারেন সেই লক্ষ্যে জামানত সংক্রান্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার প্রস্তাব দেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা.রাজী হাসান বলেন, ২০১৬ সালে খেলাপি ঋণ ১০.১০ শতাংশ বেড়েছে। যা খুবই উদ্বেগের কারণ। একইভাবে ব্যাংক খাতের অতিরিক্ত তারল্যও বড় উদ্বেগের বিষয়। আমরা আশা করছি ব্যাংকগুলো উদ্বেগ নিরসনে চমৎকার সমাধান খুঁজে বের করবে সরকার।

সুপারনিউমারি অধ্যাপক মো. ইয়াছিন আলী বলেন, বাংলাদেশে কর্মরত বিদেশি ব্যাংকে খেলাপি ঋণের হার ১ শতাংশের কম। সরকারি ব্যাংকে এ হার ৪০ শতাংশের ওপরে। একই পরিবেশে কাজ করে এত কম বেশি হবে কেন। এখানে কোনো সমস্যা আছে।  

পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বিআইবিএমের সুপারনিউমারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) মতো জামানত ডাটা ব্যাংক প্রতিষ্ঠা করতে  হবে।  

বিআইবিএম’র মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিআইবিএমএর সুপারনিউমারি অধ্যাপক ইয়াসিন আলী ও হেলাল আহমদ চৌধুরী। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএম’র অধ্যাপক ও পরিচালক (গবেষণা বিভাগ) প্রশান্ত কুমার ব্যানার্জী।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসই/আরআর/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।