ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক সিডিএম এর বৈশাখী কনসার্ট মাতাবে মাকসুদ-সালমা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
ব্র্যাক সিডিএম এর বৈশাখী কনসার্ট মাতাবে মাকসুদ-সালমা পহেলা বৈশাখ উপলক্ষে ব্র্যাক সিডিএম এ অনুষ্ঠিত হবে বৈশাখী কনসার্ট; ছবি-বাংলানিউজ

ঢাকা: নাগরিক কোলাহলমুখর রাজধানীর অদূরে ঐতিহাসিক রাজেন্দ্রপুরে আয়োজিত হচ্ছে এবারের জমজমাট বৈশাখী মেলা। এতে পান্তা-ইলিশ, খেলাধূলা, বিনোদন ও নৌভ্রমণের পাশাপাশি বৈশাখী কনসার্টে দর্শক-শ্রোতার মাঝে উৎসবের বর্ণিল মূর্চ্ছনা ছড়িয়ে দেবেন রকস্টার মাকসুদ, ক্লোজআপ তারকা সালমা এবং বাউলশিল্পী শাহজাহান মুন্সি।

পহেলা বৈশাখ ১৪ এপ্রিল শুক্রবার, ব্র্যাক সার্ভিসেস লিমিটেড (বিএসএল)-এর উদ্যোগে দিনভর চলবে বর্ণাঢ্য এই বৈশাখী আয়োজন। ব্র্যাক সিডিএম রাজেন্দ্রপুরের বর্ণাঢ্য এই বৈশাখী আয়োজনের ইভেন্ট ম্যানেজমেন্ট ও মিডিয়া সমন্বয়কারী প্রতিষ্ঠান কুল এক্সপোজার।

ঢাকা থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে চারদিকে সবুজ বনরাজি এবং লেকভিউ সমৃদ্ধ ব্র্যাক সিডিএম রাজেন্দ্রপুরের তিনটি সুবিশাল টাওয়ার ভবনে ছড়িয়ে রয়েছে ১৫৬টি কক্ষ। একসঙ্গে পাঁচ হাজার লোকের সেবা প্রদানে সক্ষম এটি। এছাড়া রয়েছে ৮টি কনফারেন্স ভেন্যু, রাজকীয় ব্যাংকোয়েট হল, বারবিকিউ আউটলেট, কফিশপ, সুইমিং পুল, আধুনিক জিম এবং অন্যান্য রকমারি সুবিধা।  

‍এই আয়োজন ঘিরে শুধুমাত্র আগামী ১৩ ও ১৪ এপ্রিল, এই দুই দিনের জন্য আকর্ষণীয় বৈশাখী প্যাকেজ অফার দিচ্ছে ব্র্যাক সিডিএম। আগ্রহীরা আকর্ষণীয় এই প্যাকেজ বুকিং দিতে ০১৭৮৭৬৮০৮৬০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

আনন্দঘন এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে অন্যান্যদের সঙ্গে রয়েছে বাংলানিউজ২৪ডটকম।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।