ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগামী বাজেট হবে ৪ লাখ কোটি টাকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আগামী বাজেট হবে ৪ লাখ কোটি টাকার বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত-ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: আমরা যখন প্রথম ক্ষমতায় আসি তখন বাজেটের পরিমাণ ছিল ৯৫ হাজার কোটি টাকা। বর্তমানে চলছে তিন লাখ ৪০ হাজার। আগামী বাজেট হবে চার লাখ কোটি টাকারও বেশি।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, বিরোধীদল বলছে দেশে উন্নয়ন হচ্ছে না, এ কথা শুনে আমি শুধু হাসি।

তৃণমূল পর্যায়ে প্রচুর উন্নয়নমূলক কাজ হচ্ছে বলেই দেশের চেহারা বদলে গেছে।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এদেশে ২০১৯ সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। আর নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, যাদের মধ্যে কোন্দল থাকলেও দেশের প্রয়োজনে খুব অল্প সময়ের মধ্যে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে সাফল্য অর্জন করতে পারে।

সংর্বধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, পৃথিবী বিভিন্ন দেশে যখন শ্রমিক ছাঁটাই হয়, তখন আমরা নতুন নতুন কর্মক্ষেত্রে শ্রমিক নিয়োগ দিচ্ছি। আমাদের দেশের গ্রামে পর্যন্ত কোনো অভাব নেই। এটা বিশ্বের জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ্ আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে নৌকাখচিত র্কোট পিন পরিয়ে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এমএস/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।