ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগোরায় ‘বিগ সেভার’ ঠকবাজি

শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
আগোরায় ‘বিগ সেভার’ ঠকবাজি আগোরায় বিগ সেফার অফার। ছবি: শাহজাহান মোল্লা

ঢাকা: ‘বিগ সেভার’ বা ‘একটা কিনলে আরেকটা ফ্রি’ এর মতো চটকদার বিজ্ঞাপন দিয়ে  ক্রেতা ঠকাচ্ছে আগোরা সুপার শপ। তারা এমন সব পণ্যে ছাড় দিচ্ছে, যেগুলোর মেয়াদ হয় চলতি মাসেই শেষ হচ্ছে, ‍অথবা মাত্র মাস খানেক সময় আছে মেয়াদ শেষ হওয়ার। এ জাতীয় অফ‍ার প্রসাধন পণ্যের ক্ষেত্রেই বেশী।

শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর ‍অভিজাত এলাকাখ্যাত গুলশান আগোরা শাখায় এমন ক্রেতা ঠকানো অফারের মচ্ছব দেখা গেছে।    

যেমন নেভিয়া ‘হোয়াইট এন্ড রিপেয়ার’ ইউভি বডি ক্রিম একটি কিনলে আরেকটি ক্রিম ফ্রি দেওয়া হচ্ছে।

২০০ এমএল কৌটার ওই ক্রিমের গায়ের মূল্য ৩৭৫ টাকা। প্যাকেটের গায়ে লেখা ক্রিমটির উৎপাদনের তারিখ দেওয়া আছে ২০১৫ সালের ৫ মে। অর্থাৎ দুই বছর আগের ক্রিমে দেওয়া হচ্ছে বিগ সেভার অফার।
 
একইভাবে নেভিয়া বডি লোশনের একটি হোয়াইট এন্ড রিপেয়ার ক্রিম ফ্রি দেওয়া হচ্ছে। একটি নেভিয়া বডি লোশনের মূল্য ৩৭৫ টাকা।  
 
একটি কিনলে একটি ফ্রি অফার নিয়ে গুলশান আগোরায় কথা হয় ক্রেতা জেসমিন আক্তারের সঙ্গে। আগোরার গুলশান আউটলেট।  ছবি: শাহজাহান মোল্লা

বাংলানিউজকে তিনি বলেন, বিগ সেভার দেয় যেসব পণ্যের মেয়াদ নেই, বা থাকলেও এ মাসেই শেষ হবে। কিন্তু ওরা এমন দুটি পণ্যে অফার দিচ্ছে যা কিনলে ৬ মাসেও শেষ হবে না। অথচ ওই ক্রিমটি এক মাস পরেই আর ব্যবহার করা যাবে না। এসব ক্রিম ব্যবহারে ত্বকে ক্ষত হওয়ার আশঙ্কা আছে। এটা এক ধরনের ঠকবাজি।
 
এ বিষয়ে আগোরা গুলশান শাখার মোখলেছুর রহমান টিটু মেয়াদ শেষ হতে বসা পণ্যে বিশেষ অফার দেওয়া প্রসঙ্গে বলেন, আমাদের একটি টিম আছে যারা সপ্তাহে একদিন প্রতিটি পণ্য ধরে ধরে মেয়াদ পরীক্ষা করেন। কাজেই এখানে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকার সুযোগনেই। তারপরেও কাজ করতে গেলে অনেক সময় ভুল হয়।

আগোরায় প্রসাধনীর পাশাপাশি ফল-শাক সবজিতেও রাখা হচ্ছে উচ্চ মূল্য। এখানে এক কেজি মালটার দাম ১১০ টাকা, যা গুলশান-২ নং গোলচত্বরে ৯০-১০০ টাকা। একইভাবে আপেল বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। যা বাইরে ১৪০ টাকা থেকে ১৫০ টাকা।
 
এছাড়া দু’দিন, তিনদিন আগের গরু, খাসি, মুরগীর মাংস বিক্রি হচ্ছে ফ্রেশ মাংস বলে। ফ্রিজে রাখা মাংস ফ্রেশ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। একইভাবে কারওয়ান বাজার থেকে সবজি এনে বিক্রি হচ্ছে সরাসরি ক্ষেত থেকে আনা সবজি বলে। এভাবে ক্রেতা ঠকিয়ে চলছে সুপার শপ আগোরা।
 
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।