ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ব্যয় বাড়ল ১০৮ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ব্যয় বাড়ল ১০৮ কোটি টাকা মগবাজার-মৌচাক ফ্লাইওভার

ঢাকা: রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণে ১০৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রোববার (১৬ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ফ্লাইওভারের মৌচাক অংশের প্রায় ৩ দশমিক ৯৪ কিলোমিটার দীর্ঘ অংশের শান্তিনগর থেকে মালিবাগ, রাজারবাগ ও মৌচাক হয়ে রামপুরা পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ কাজে এ অতিরিক্ত অর্থ ব্যয় হবে।

এর আগে এ অংশটির চুক্তিমূল্য ছিল ৩৪৩ কোটি ৭০ লাখ টাকা। তা বাড়িয়ে এখন মোট ৪৫২ কোটি ১০ লাখ ৮৮ হাজার টাকা করা হয়েছে।

সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি) এ প্রকল্পে ঋণ দিচ্ছে। সংস্থা দু’টির ৫৭২ কোটি টাকা ঋণ দেওয়ার কথা থাকলেও এখন তা বাড়িয়ে ৭৭৬ কোটি টাকা করা হচ্ছে।

অন্যদিকে সরকারের নিজস্ব অর্থায়নের পরিমাণ ২০০ কোটি ৪৭ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪৪২ কোটি ৭৩ লাখ টাকার প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ‘কালুখালী-ভাটিয়াপাড়া সেকশন পুনর্বাসন এবং কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের ব্যয়ও ২২৩ কোটি ২১ লাখ টাকা বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিটি।

মূল চুক্তিতে এর মূল্য ছিল ৫৯৯ কোটি ১২ লাখ টাকা। এর সঙ্গে কাজের হ্রাস-বৃদ্ধির কারণে টাকা বাড়িয়ে এখন মূল্য দাঁড়িয়েছে ৮২২ কোটি ৩৩ লাখ টাকা।

সভায় বাস্তবায়নাধীন ‘শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্ক, যশোর’ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত প্রস্তাবের আওতায় পার্কের বিদ্যমান ১৫তলার ভিত্তির ওপর ফ্লোর-৪ থেকে ১৪ পর্যন্ত নির্মাণ কাজের ব্যয় ২ কোটি ৬৯ হাজার টাকা বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিটি।

‘মংলা বন্দর থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত পশুর নদীতে ক্যাপিটাল ড্রেজিং’ শীর্ষক প্রকল্পের ড্রেজিং কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এখানে সর্বনিম্ন দরদাতা ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়া। তাদের প্রস্তাবিত দর ১১৯ কোটি টাকা, যা প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ২২ দশমিক ৮৯ শতাংশ কম।

২০১৬-১৭ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন ক্রয়ের প্রস্তাবেও সম্মতি দিয়েছে কমিটি। ৫ লটে মোট ৫ জন ঠিকাদারের মাধ্যমে ৫ হাজার ৮২ মেট্রিক টন টিন কেনা হবে, যার মূল্য ৬৫ কোটি ৯৪ লাখ টাকা।

এশীয় উন্নয়ন ব্যাংক ও নেদারল্যান্ড সরকারের অর্থায়নে ‘সাউথ-ওয়েস্ট এরিয়া ইনটিগ্রেটেড ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রজেক্ট-সেকেন্ড ফেইজ’ প্রকল্পের আওতায় ‘ইনস্টিটিউশনাল স্ট্রেনথেনিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্টস’ শীর্ষক পরামর্শক নিয়োগের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
 
‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ’ প্রকল্পের আবাসন পল্লী এলাকায় ২০তলা ভিত্তির প্রতি তলায় এক হাজার ২৫০ বর্গফুট আয়তনের ৬ ইউনিট বিশিষ্ট দু’টি ২০তলা এবং দু’টি ১৬তলা আবাসিক ভবন নির্মাণ কাজের ক্রয় প্রস্তাবে সম্মতি দেয় মন্ত্রিসভা কমিটি।

ভূমি মন্ত্রণালয়ের আওতায় তেজগাঁওয়ে ১৩তলা বিশিষ্ট ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণের ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে সভায়। এটির সর্বনিম্ন দরদাতা দেশ উন্নয়ন ও দ্য বিল্ডার্স, জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড। তাদের দর ১০৫ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার টাকা।

তেজগাঁওয়ে ডিটিসিএ সদর দফতর ভবনের কাজের ক্রয় প্রস্তাব পুনর্বিবেচনাপূর্বক অনুমোদনের প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিটি। এ প্রস্তাবের অর্থমূল্য ১৩৮ কোটি ৬০ লাখ টাকা।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘৭০ হাজার ওভারলোডেড বিতরণ ট্রান্সফর্মার প্রতিস্থাপন’ প্রকল্পের আওতায় ২০ হাজার ৯১০টি ট্রান্সফর্মার কেনা হবে। এর অর্থমূল্য ২০৬ কোটি ২১ লাখ টাকা।
 
বাংলা‌দেশ সময়: ২১১৫ ঘণ্টা, এ‌প্রিল ১৬, ২০১৭
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।