ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেট্রোরেলে ৩৪২৫ ও পদ্মাসেতুতে ৫৫২৪ কোটি টাকার প্রস্তাব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
মেট্রোরেলে ৩৪২৫ ও পদ্মাসেতুতে ৫৫২৪ কোটি টাকার প্রস্তাব পদ্মাসেতু ও মেট্রোরেল

ঢাকা: দ্রুতগতিতে এগিয়ে চলা পদ্মাসেতুর কাজ বাস্তবায়িত হয়েছে ৪২ শতাংশ। অন্যদিকে ঢাকা মাস ৠাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটিডি) বা মেট্রোরেল বাস্তবায়নে এলাইনমেন্ট বরাবর বিদ্যমান ইউটিলিটি স্থানান্তরের কাজ এগিয়ে চলেছে।

চলমান কর্মযজ্ঞ অব্যাহত রাখতে আগামী ২০১৭-১৮ অর্থবছরে মেট্রোরেল নির্মাণ প্রকল্পে ৩ হাজার ৪২৫ কোটি টাকা এবং পদ্মাসেতু প্রকল্পে ৫ হাজার ৫২৪ কোটি টাকার বরাদ্দ চেয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

আগামী আগস্টেই শুরু হতে যাচ্ছে ঢাকাবাসীর স্বপ্ন মেট্রোরেল প্রকল্পের মূল কাজ।

এ লক্ষ্যে এখন ইউটিলিটি স্থানান্তরের পাশাপাশি চলছে ভূমি উন্নয়নের কাজ।
 
আগামী অর্থবছরে ৩ হাজার ৪২৫ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে মেট্রোরেল প্রকল্পে। বরাদ্দের এ প্রস্তাব ইতোমধ্যেই পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে পাঠানো হয়েছে।
 
মেট্রোরেল প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন, ‘প্রকল্পের সার্বিক খরচের পরিধি বিবেচনা করে আগামী অর্থবছরে চাওয়া ৩ হাজার ৪২৫ কোটি টাকা হবে আমাদের পরবর্তী বছরের সম্ভাব্য ব্যয়’।
 
সর্বসাধারণের জন্য গণপরিবহনের সুবিধাদির আধুনিকায়নে ২০১২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন মেয়াদে মেট্রোরেল প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড। মোট ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ের মধ্যে প্রকল্প সাহায্য হিসেবে জাইকা ঋণ দিচ্ছে ১৬ হাজার  ৫৯৪ কোটি ৫৯ লাখ টাকা। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এডিপিতে মোট বরাদ্দ ছিলো ১ হাজার ১৮২ কোটি টাকা।
 
অন্যদিকে ২০১৮ সালের মধ্যেই স্বপ্নের পদ্মাসেতুর কাজ শেষ করতে চায় সরকার। এ লক্ষ্যে ২০১৭-১৮ অর্থবছরে পদ্মাসেতু প্রকল্পে ৫ হাজার ৫২৪ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। মোট ২৮ হাজার ৭৯৩ কোটি টাকার মধ্যে চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ব্যয় হয়েছে ১২ হাজার ৭০০ কোটি টাকা।
 
আগামী জুন মাসের মধ্যেই পিলারের ওপর স্প্যান বসানোর কাজ শুরু হবে। মূল সেতুর ৬২টি পাইল ড্রাইভ সম্পন্ন হয়েছে।

নির্ধারিত সময়ের আগেই  পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। নতুন বরাদ্দে আরও দৃশ্যমান হবে পদ্মাসেতু।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।