ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় সপ্তাহব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
বগুড়ায় সপ্তাহব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা শুরু

বগুড়া: বগুড়ায় ক্ষুদ্র ‍ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে সপ্তাহব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।
 
 

মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।
 
জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।


 
পরে মেলা প্রাঙ্গণে বিসিক বগুড়ার উপ-মহাব্যবস্থাপক হযরত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা প্রমুখ বক্তব্য রাখেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরির্দশন করেন। মেলায় ৪৯টি স্টল অংশ নিয়েছে বলে আয়োজক কমিটি জানিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।