ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী- ছবি: বাংলানিউজ

ঢাকা: চাহিদার তুলনায় মজুদ বেশি থাকায় আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার (৩০ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে তিনি একথ‍া বলেন।

মন্ত্রী বলেন, রমজানকে সামনে রেখে টিসিবি প্রস্তুত রয়েছে।

১৫ মে থেকে সারা দেশে ২ হাজার ৮১১ জন ডিলার ও ১৮৫টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি করবে।

রজমানে বাজার স্বাভাবিক থাকলে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের পুরস্কৃত করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরএম/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।