ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দশ মাসে ৫২ শতাংশ এডিপি বাস্তবায়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মে ২, ২০১৭
দশ মাসে ৫২ শতাংশ এডিপি বাস্তবায়ন

ঢাকা: চলতি অর্থবছরের ১০ মাসে (জুলাই-১৬ থেকে এপ্রিল-১৭) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৬২ হাজার ৪ কোটি টাকার বা ৫১ দশমিক ৯৮ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ৫০ শতাংশ বা ৪৭ হাজার ১১৫ কোটি টাকা খরচ হয়েছিলো।

মঙ্গলবার (০২ মে) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এ তথ্য উপস্থাপন করেন।

পরিকল্পনা বলেন, বর্তমানে আমাদের এডিপি বাস্তবায়নের হার অনেক ভালো।

এভাবে চলতে থাকলে আশা করছি এডিপি বাস্তবায়ন হার শতভাগ করতে পারবো। ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধিও বাড়বে। টাকার অঙ্কে কিছুটা কম দেখালেও বাস্তব অগ্রগতি ভালো। কারণ অনেক ঠিকাদার কাজ করেছে অথচ বিল পরিশোধ হয়নি।
 
২০১৬-১৭ অর্থবছরে এডিপি বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। এরমধ্যে সরকারের বরাদ্দ দেওয়া হয়েছে ৭০ হাজার ৭০০ কোটি টাকা এবং বাকী ৪০ হাজার টাকা বৈদেশিক সহায়তা।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।