ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পরিশোধে ১০ বছর সময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মে ২, ২০১৭
কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পরিশোধে ১০ বছর সময়

ঢাকা: কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পরিশোধে ১০ বছর সময় দিয়েছে সরকার। মঙ্গলবার (২ মে) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকে অবহিত করে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

এতে বলা হয়েছে, কাঁচাপাট রপ্তানিকারকদের ৩১ মার্চ ২০১৭ ভিত্তিক ঋণ হিসাবের স্থিতি নিরূপনপূর্বক ২ বছরের মরাটিয়াম সুবিধাসহ ১০ বছরের পরিশোধসূচি প্রদান করে ব্লক হিসেবে স্থানান্তর হবে। এছাড়া হালনাগাদ লেজার বকেয়া এ সুবিধার আওতাভুক্ত হবে।

ঋণঝুঁকি নিরসন কৌশলের আওতায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে জামানত গ্রহণ করতে হবে। ব্লক অ্যাকাউন্টে স্থানান্তরিত ঋণের ওপর কস্ট অব ফান্ড হারে সুদ আরোপ হবে। যারা এর আগে ব্লক সুবিধা গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও এ সুবিধা কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থমন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংস্থার নির্দেশনা ও সুপারিশের আলোকে সরকার কাঁচাপাট রপ্তানিকারকদের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এতে বলা হয়, ঋণগ্রহীতার চাহিদা এবং ব্যাংকার-গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নতুন ঋণপ্রদানের বিষয়টি বিবেচনা করা হবে। কাঁচাপাট রফতানি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাদের ঋণ অনিয়মিত ও শ্রেণী বিন্যাসিত হয়েছে তাদেরকেও এ সুবিধার আওতায় আনার ক্ষেত্রে কেসের গুণাগুণ অনুযায়ী কেস টু কেস ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক বিবেচনা করা যেতে পারে। ঋণ হিসাবগুলো ব্লক অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে গেলে বিচারাধীন চলমান মামলাগুলো সোলেনামার মাধ্যমে উভয়পক্ষ কর্তৃক নিষ্পত্তি করা যেতে পারে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মে ২,২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।