ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেস্ট ইলেকট্রনিক্সের ১৮ শো-রুম উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, মে ৫, ২০১৭
বেস্ট ইলেকট্রনিক্সের ১৮ শো-রুম উদ্বোধন বেস্ট ইলেকট্রনিক্সের শো-রুম উদ্বোধন

ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ১৮টি শো রুম উদ্বোধন করেছে দেশে মাল্টি ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান বেস্ট ইলেকট্রনিক্স লি.।  

সম্প্রতি সার্প রোক্সি সেলস ‍অ্যান্ড সার্ভিস কোম্পানি জাপান এর ব্যবস্থাপনা পরিচালক মি. তাদাশি ওহইয়ামা সান আনুষ্ঠানিক ভাবে শো-রুমগুলোর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেস্ট ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান, বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস লি. এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার, বেস্ট ইলেকট্রনিক্স লি. পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক, পরিচালক সৈয়দ আশহাব জামান রাফিদ প্রমুখ।

বেস্ট ‌ইলেকট্রনিক্স লি. যাত্রার শুরুর পর থেকে সারাদেশে এ পর্যন্ত ৯৫টি’র ও অধিক শো রুমের মাধ্যমে নগদ ও সহজ কিস্তির মাধ্যমে ইলেকট্রনিক্স সামগ্রী বাজারজাত করে আসছে।

সম্প্রতি উদ্বোধন করা শো  রুমগুলো হলো- ঢাকার নূরজাহান রোড, মিরপুর-১, কাজীপাড়া, চট্টগ্রামের হালিশহর, বরিশাল, শরিয়তপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ, নরসিংদী, মাওনা চৌরাস্তা, টাঙ্গাইল রোড, যশোর পলাশবাড়ী, কুষ্টিয়া ও রাজবাড়ী।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মে ০৫, ২০১৭
বিএস   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।