ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজানে বাড়বে না পেঁয়াজের দাম!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মে ৬, ২০১৭
রমজানে বাড়বে না পেঁয়াজের দাম! রাজধানীর পাইকারি পেঁয়াজের আড়ত

ঢাকা: রমজান মাস শুরু হতে বেশ কয়েকদিন বাকি থাকলেও এর মধ্যেই কিছু কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে ছোলা ও চিনির, তবে ক্রেতাদের জন্য সুখবর হচ্ছে রমজান মাসে নতুন করে বাড়ছে না পেঁয়াজের দাম।

শনিবার (০৬ মে) বাংলাদেশ ট্যারিফ কমিশন ও পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সর্বশেষ বাজারদর অনুযায়ী প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরামূল্যে বিক্রি হচ্ছে ২৫-৩২ টাকায় এবং প্রতি কেজি আমদানি করা (ভারত) পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়।


রাজধানীর পাইকারি পেঁয়াজের আড়ত
শনিবার দুপুরে রাজধানীর শ্যামবাজারের পেঁয়াজের আড়তগুলোতে সরেজমিনে দেখা গেছে, রমজান মাসে ভোক্তাদের চাহিদা মেটাতে এরই মধ্যে আড়তগুলোতে পেঁয়াজ আনতে শুরু করেছেন ব্যবসায়ীরা। দেশীয় ও ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দিয়ে আড়ৎ সাজাচ্ছেন ব্যবসায়ীরা। রমজান মাসে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে শ্যামবাজারে পেঁয়াজের আড়তগুলোতে বিশাল কর্মযজ্ঞ চলছে এখন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পেঁয়াজের সরবরাহ ঠিক রাখতে কোনো ধরনের কমতি রাখছেন না ব্যবসায়ীরা।

শ্যামবাজারের মেসার্স স্বাধীন বাণিজ্যালয়ের কর্ণধার মো. শহিদুল হাসান বাংলানিউজকে বলেন, রমজান মাসের চাহিদা মেটাতে পেঁয়াজের কোনো সঙ্কট নেই। বর্তমান বাজারদর অনুযায়ীই পেঁয়াজ বিক্রি হবে। আমরা এখন প্রতি কেজি দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি করছি ২০-২৩ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি করছি ১২-১৫ টাকায়। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলা যাচ্ছে, রমজানে পেঁয়াজের দাম এরকমই থাকবে, বাড়বে না।

রাজধানীর কারওরান বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা মাজিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, রমজানে পেঁয়াজের দাম বাড়াবে না বলে আশা করছি। দেশে পেঁয়াজের উৎপাদন যথেষ্ট হয়েছে। এছাড়া ভারত থেকেও প্রতিদিন ২’শ ট্রাক পেঁয়াজ আসছে দেশে। সব মিলিয়ে পেঁয়াজের দাম স্বাভাবিক থাকবে। আমরা এখন কেজি প্রতি দেশীয় পেঁয়াজ বিক্রি করছি ৩০ টাকায় আর ভারতীয় পেঁয়াজ বিক্রি করছি ২৫ টাকায়। এই দাম রমজান মাসেও ঠিক থাকবে।

বাংলাদেশ ট্যারিফ কমিশনের অত্যাবশকীয় পণ্য বিপণন মনিটরিং সেলের গবেষণা কর্মকর্তা মো.মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, দেশীয় পেঁয়াজের উৎপাদন ও বিদেশ থেকে আমদানি করা পেঁয়াজের বাজার পর্যবেক্ষণ করে দেখা গেছে রমজানে হুটহাট পেঁয়াজের মূল্য বেড়ে যাবে না।  পেঁয়াজের দাম স্বাভাবিক থাকবে বলেও আশা করেন তিনি।

এছাড়া রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা মে ০৭, ২০১৭
এমএ/জিপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।