ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লুনা শামসুদ্দোহার বিজনেস অ্যাওয়ার্ড অর্জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মে ৭, ২০১৭
লুনা শামসুদ্দোহার বিজনেস অ্যাওয়ার্ড অর্জন লুনা শামসুদ্দোহা, ফাইল ছবি

ঢাকা: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) প্রতিষ্ঠাতা লুনা শামসুদ্দোহা ব্যবসায়ে অভাবনীয় সফলতা অর্জন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০১৭’ লাভ করেছেন।

ডিএইচএল এক্সপ্রেস ও একটি ইংরেজি দৈনিক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘আউটস্ট্যান্ডিং উইম্যান ইন বিজনেস’ ক্যাটাগরিতে লুনা শামসুদ্দোহাকে সম্প্রতি এই পুরস্কার দেওয়া হয়।

লুনা শামসুদ্দোহা গ্লোবাল ভয়েস টেলিকম লিমিটেডেরও ম্যানেজিং ডিরেক্টর, যিনি ২৫ বছর আগে আইটি উদ্যোক্তা হিসেবে পেশাগত জীবন শুরু করেন।

গ্রাহকের চাহিদা মিটিয়ে স্বনামধন্য কোম্পানি হিসেবে দোহাটেক আজ দেশে-বিদেশে একটি সুপরিচিত নাম। ২০০৭ সালে দোহাটেক বাংলাদেশের ভোটার পরিচিতি রেজিস্ট্রেশন পদ্ধতি তৈরি করে। বায়োমেট্রিক রেজিস্ট্রেশন পদ্ধতিও তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি।

এছাড়াও সরকারের ই-টেন্ডার ব্যবস্থা তৈরি করেছে এই কোম্পানি যা ই-জিপি নামে পরিচিত। প্রতিষ্ঠানটি এখন ভুটানের ই-জিপি ব্যবস্থা তৈরির কাজ করছে। দোহাটেক যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড প্রভৃতি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও করপোরেশনে সফটওয়্যার সলিউশন ও প্রযুক্তিগত সেবা দিচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।