ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনার দাম কমলো ভরিতে ১১৬৬ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মে ৭, ২০১৭
সোনার দাম কমলো ভরিতে ১১৬৬ টাকা

ঢাকা: দুই মাসের ব্যবধানে এবার কমলো সোনার দাম। সোমবার  (০৮ মে) থেকে নতুন দামে বিক্রি হবে সোনা। এবার ভরিপ্রতি ৮১৬ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমেছে। 

রোববার (০৭ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৫ হাজার ৮৯৮ টাকা দরে।  

চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে রোববার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ছিলো ৪৭ হাজার ৬৪ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমেছে।  

সোমবার থেকে পরবর্তী দাম নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৪৩ হাজার ৫৮৭ টাকা দরে। রোববার পর্যন্ত এ মানের প্রতি ভরি সোনার বিক্রিমূল্য ছিল ৪৪ হাজার ৯৬৫ টাকা। এ মানের সোনায় ভরিপ্রতি এক হাজার ১০৮ টাকা কমেছে।  

আর ১৮ ক্যারেটের সোনা ৮১৭ টাকা কমে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬৬৬ টাকা। রোববার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৩৯ হাজার ৪৮৩ টাকা।  

আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৫ হাজার ৬৬০ টাকার বদলে সোমবার থেকে বিক্রি হবে ২৪ হাজার ৮৪৪ টাকায়। অর্থাৎ ভরিতে কমেছে ৮১৬ টাকা।  

এদিকে সোনার দামের পাশাপাশি কমেছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপা সোমবার থেকে বিক্রি হবে এক হাজার ৫০ টাকা। রোববার পর্যন্ত প্রতি ভরি রূপার বাজার মূল্য ছিল এক হাজার ১০৮ টাকা।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।