ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, মে ৮, ২০১৭
অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আর্থ-সামাজিক কমিশনের (এসকেপ) সমীক্ষা প্রতিবেদন প্রকাশ

ঢাকা: অর্থনৈতিক উন্নয়নে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে। চলতি বছর ৭ শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জন হবে। সেটি ধরে রাখতে হলে আগামীতে আইনের শাসন, সুশাসন ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে।

সোমবার (৮ মে) রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আর্থ-সামাজিক কমিশনের (এসকেপ) সমীক্ষা প্রতিবেদন প্রকাশকালে এসব কথা বলা হয়।

এসকেপ’র অর্থনীতিবিদ রঞ্জন বসু বলেন, বাংলাদেশ এখন ট্যাক্স কালেকশনে খুবই ভালো করছে, যা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।

এ অগ্রগতি বহাল রাখতে হলে সব বিষয় ডিজিটাল সিস্টেমের মধ্যে আনতে হবে।

তিনি বলেন, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা একটা বড় চ্যালেঞ্জ। তার মধ্যে ভালো মানের কাজের ক্ষেত্র তৈরি করতে হবে। দারিদ্র্য বিমোচন হলেই হবে না, মানুষগুলোকে মধ্যবিত্তের কাতারে আনতে হলে এখাতে ব্যাপক পরিকল্পনা নিতে হবে।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস তার বক্তব্য বলেন, গত এক দশকে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি করেছে। আশা করা যাচ্ছে চলতি বছরে প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপর হবে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. মুস্তফা কে মুজেরী বলেন, প্রবৃদ্ধি ৭ শতাংশ হচ্ছে ভালো। কিন্তু এটি ৮ বা ৯ হতে পারে। আমরা এর সঙ্গে মানিয়ে নিতে যেটা সবচেয়ে প্রয়োজন তা হলো সুশাসন।

তিনি বলেন, আমরা কথা বলছি স্বচ্ছতা নিয়ে। কিন্তু এটি কীভাবে করা হবে তা নিয়ে আলোচনা হচ্ছে না। অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। বিনিয়োগ আনতে, ভূমি, জ্বালানি ও বিভিন্ন চুক্তি করতে সহজিকরণ করা হবে কীভাবে তা নিয়ে কাজ করতে হবে। দেশে মাত্র ১ দশমিক ২ মিলিয়ন মানুষ ট্যাক্স দিচ্ছে। এটি বাড়াতে হবে। কারণ এটিই সব উন্নয়ন বাস্তবায়নের চাবিকাঠি।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মে ০৮, ২০১৭
কেজেড/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।