ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রতিদ্বন্দ্বীহীন এফবিসিসিআই ‘পরিচালক’ প্রার্থীরা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
প্রতিদ্বন্দ্বীহীন এফবিসিসিআই ‘পরিচালক’ প্রার্থীরা! এফবিসিসিআই

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের(এফবিসিসিআই)২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে চেম্বার গ্রুপ থেকে ৩৫জন প্রার্থী থেকে ১৭ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে চেম্বার গ্রুপে ১৮ টি পদের বিপরীতে কেবল ১৮ জন প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

১৪ মে অনুষ্ঠেয় নির্বাচনে চেম্বার থেকে ৩৫ জন প্রার্থী মনোনয়ন পান। শেষ সময়ে এসে ১৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ফলে দেখা যায়, কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই চেম্বার থেকে সকল প্রার্থী আসছেন নেতৃত্বে।

নির্বাচনবোর্ড জানায়, আসন্ন নির্বাচনে পরিচালক পদে সর্বমোট ৭৭ জন মনোনয়ন পত্র জমা দেন। এদের মধ্যে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৪২ জন এবং চেম্বার গ্রুপ থেকে ৩৫ জন। চেম্বার গ্রুপ থেকে ৩৫ জনের মধ্যে ১৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর ফলে ১৮টি পদের বিপরীতে ১৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন।

অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মনোনয়ন পত্র জমা দেন ৪২ জন। তাদের মধ্য থেকে ঋণখেলাপি হওয়ায় ১ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে নির্বাচনবোর্ড। অন্য ৪১ জনের মধ্য থেকে স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৫ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮ টি পরিচালক পদের বিপরীতে লড়বেন ৩৬ জন প্রার্থী।

১৪ মে চেম্বার গ্রুপ ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৬ জন পরিচালক চূড়ান্ত হবে। নির্বাচিত ৩৬ জন এবং মনোনীত হয়ে আসা ২৪ জন পরিচালক আগামী ১৬ মে সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত করবেন।

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘন্টা মে ১০, ২০১৭
এএম/ জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।