ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় ডিমান্ড ফ্যাশন হাউসের শাখা উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
খুলনায় ডিমান্ড ফ্যাশন হাউসের শাখা উদ্বোধন ফিতা কেটে উদ্বোধন করা হয় ডিমান্ড ফ্যাশন হাউসের। ছবি: বাংলানিউজ

খুলনা: ‘তারুণ্যের প্রথম পছন্দ’  স্লোগানে খুলনায় উদ্বোধন হয়েছে ‘ডিমান্ড ফ্যাশন হাউস’।

শনিবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টায় মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় এ শো’রুমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান (বুলু বিশ্বাস)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের দেশি ব্র্যান্ডগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। বিদেশি ব্র্যান্ডগুলোর আড়ালে যেন সেগুলো হারিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি পোশাকের মডেলেও আমাদের দেশীয় সংস্কৃতি বজায় রাখতে হবে’।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, ডিমান্ড ফ্যাশন হাউসের ম্যানেজিং ডিরেক্টর রাসেল মাহমুদ, খুলনা শাখার জোট পার্টনার জি এম মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, ডিমান্ডের এর এটি অষ্টম ফ্যাশন হাউস। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরো ৭টি শাখা রয়েছে।

বাংলাদেশ সময়:  ১৯২০ ঘণ্টা,  মে ১৩, ২০১৭
এমআরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।