ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেটে ইআরএফ’র সাত সুপারিশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
বাজেটে ইআরএফ’র সাত সুপারিশ প্রাক বাজেট আলোচনা-ছবি-বাংলানিউজ

ঢাকা: ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটে জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরিত করতে শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন, সাধারণ শিক্ষার পরিবর্তে কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব আরোপসহ সাতটি সুপারিশ করেছে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। 

শনিবার (১৩ মে) সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব সুপারিশ তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।  

এসময় ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলালসহ বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

 

লিখিত সুপারিশে বলা হয়েছে, ২০৩৩ সাল পর্যন্ত দেশের কর্মক্ষম ১৫ থেকে ৫৯ বছর বয়সী মানুষের সংখ্যা থাকবে মোট জনসংখ্যার ৬০ শতাংশ। এই বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরিত করতে দেশে পর্যাপ্ত পরিমাণ ভোকেশনাল ইনস্টিটিউট, বিদ্যমান ইনস্টিটিউটগুলোর মান উন্নয়ন, দক্ষ প্রশিক্ষক, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সরবরাহের জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে।

দেশে বৈধ-অবৈধভাবে ৪ লাখ বিদেশি নাগরিক কাজ করছে। এদের সবাই বিশেষায়িত দক্ষতা সম্পন্ন এমন নয়। এরা বছরে ৭ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে।  দেশে ৯০ লাখ প্রবাসী শ্রমিকের পাঠানো রেমিট্যান্সের প্রায় অর্ধেক আবার চলে যাচ্ছে। তাই দেশে কর্মরত অবৈধ নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও বৈধদের আয়ে কর বাড়ানো, প্রাপ্ত বেতনের একটি নির্দিষ্ট অংশ বাংলাদেশে ব্যয় করার শর্ত আরোপ করতে হবে।  

এছাড়াও ব্যাংকিং খাতে শৃংখলা ফিরিয়ে আনা; পুঁজিবাজারকে আরও গতিশীল করা; বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা; তালিকাভুক্ত কোম্পানির করহার কমানো; পুঁজিবাজারে বিনিয়োগ থেকে ২ লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয় সীম‍া নির্ধারণ করা; রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর শেয়ার অফলোড করা; কার্যকর বন্ড মার্কেট চালু করা; অর্থপাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া; রেমিট্যান্স প্রবাহে গতি ফেরানো; দ্রুত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন করা; নৌ ও রেলপথ পুনরুজ্জীবিত করার সুপারিশ করা হয়েছে।  

ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলালের সঞ্চালনায় বক্তব্য দেন-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাবেক সভাপতি মনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, সদস্য রেজাউল করিম বায়রন, শাহনেওয়াজ, শহীদুজ্জামান, কামরুল ইসলাম, সালাউদ্দিন বাবলু প্রমুখ।  

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির, অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসই/আরআর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।