ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১ জুলাই থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
১ জুলাই থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট

ঢাকা: আগামী ১ জুলাই থেকে ১৫ শতাংশ হারে ভ্যাটগ্রহণের আইন কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার (১৪ মে) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

ব্যবসায়ীরা এ আইন মেনে নিয়েছেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আরএম/আইএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।