ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চলতি বছর জিডিপি ৭.২৪ শতাংশ অর্জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মে ১৪, ২০১৭
চলতি বছর জিডিপি ৭.২৪ শতাংশ অর্জন প্রতীকী

ঢাকা: চলতি বছর (২০১৬-১৭) শেষে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ অর্জন হয়েছে। যা গত বছর ছিলো ৭ দশমিক ১১ শতাংশ।

রোববার (১৪ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, সভায় আগামী অর্থবছরের (২০১৭-১৮) জন্য জিডিপি ৭.৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

 

এছাড়া চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে হবে ১ হাজার ৬০২ ডলার।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এমএইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।