ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এফবিসিসিআই নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক পদে অ্যাসোসিয়েশন গ্রুপের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা।

রোববার (১৪ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টা ১০ মিনিটে।

নির্বাচনে ১৯০৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৬৬৯ জন।

অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচনে ১৮ পরিচালক পদে প্রার্থী ছিলেন ৩৬ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত হয়েছেন ১৮ জন। এছাড়া সরাসরি চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ২৪ জন মনোনীত হয়ে এসেছেন।

নির্বাচিত ও মনোনীত ৬০ জন পরিচালক আগামী ১৬ মে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ১৪ মে ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।