ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঝালকাঠিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ঝালকাঠিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আলোচনা সভা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আলোচনা সভা

ঝালকাঠি: রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে জেলা চেম্বার ভবনের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান।

রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধের পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষা ও সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মো. জোবায়েদুর রহমান।

এ সময় ইন্ডাস্ট্রির সভাপতি মাহাবুব হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চেম্বারের পরিচালক ও বরিশাল বিভাগীয় পেট্রোল পাম্প ও লড়ি মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মীর আহসান উদ্দিন পারভেজ ও পরিচালক জালাল আহমেদ প্রমুখ।

সভায় ব্যবসায়ীরা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য এসপি’র হ্স্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এমএস/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।