ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই’র সভাপতি হলেন মহিউদ্দিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এফবিসিসিআই’র সভাপতি হলেন মহিউদ্দিন শফিউল ইসলাম মহিউদ্দিন

ঢাকা: দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন শফিউল ইসলাম মহিউদ্দিন। আগের মেয়াদে প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সোমবার (১৬ মে) সন্ধ্যায় এফবিসিসিআই’র সভাকক্ষে মনোনীত ও নির্বাচিত  পরিচালকরা ২০১৭-২০১৯ মেয়াদের জন্য তাকে নির্বাচিত করেন।

সংগঠনের নির্বাচন বিধি অনুযায়ী এ বছর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে তিনি সভাপতি নির্বাচিত হলেন।

বিশিষ্ট ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দিন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) প্রতিনিধি হিসেবে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত এ সভাপতি বাংলানিউজকে বলেন, নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র। আমরা সবাই মিলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবো। বিশেষ করে ছোট ছোট সমিতিগুলোকে সঙ্গে নিয়ে কাজ করবো। এভাবে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করে যাবো।

এছাড়া প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ ফজলে ফাহিম। তিনি গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মুনতাকিম আশরাফ।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭/আপডেট ০৫০৬ ঘণ্টা, (১৭ মে)
এএম/জেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।