ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এফবিসিসিআই’র শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এফবিসিসিআই’র  শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এফবিসিসিআইয়ের নতুন কমিটির শ্রদ্ধা-ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

বুধবার (১৭ মে) নবনির্বাচিত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন প্রথম সহ সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ সভাপতি মুনতাকিম আশরাফ প্রমুখ।

নতুন সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত এবং দেশের সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। সদস্যরাও দেশের শিল্প-বাণিজ্যের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার শপথ নেন।

মঙ্গলবার (১৬ মে) এফবিসিসিআই’র পরিচালনা পর্ষদ সদস্যরা ২০১৭-২০১৯ মেয়াদে সভাপতি, প্রথম সহ সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এএম/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।