ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বঙ্গবন্ধুর সমাধিতে এফবিসিসিআই পরিচালনা পর্ষদের শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মে ২০, ২০১৭
বঙ্গবন্ধুর সমাধিতে এফবিসিসিআই পরিচালনা পর্ষদের শ্রদ্ধা বঙ্গবন্ধুর সমাধিতে এফবিসিসিআই পরিচালনা পর্ষদের শ্রদ্ধা

টুঙ্গপাড়া গোপালগঞ্জ থেকে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নবনির্বাচিত পরিচালনা পর্ষদ।

শনিবার (২০ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় সংগঠনটির নবনির্বাচিত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের নের্ত্বত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় এফবিসিসিআইয়ের নবনির্বাচিত জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম ও সহ-সভাপতি মুনতাকিম আশরাফসহ চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের পরিচালকরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জানানোর পর সম্মিলিতভাবে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মে ২০, ২০১৭
এএম/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।