ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডুমুরিয়ায় জনতা সিমেন্ট এজেন্সির হালখাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মে ২২, ২০১৭
ডুমুরিয়ায় জনতা সিমেন্ট এজেন্সির হালখাতা প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের হেড অব সেলস খন্দকার কিংশুক হোসেন। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার ডুমুরিয়ার জনতা আদর্শ গ্রাম বহুমুখী সমবায় সমিতির অঙ্গ প্রতিষ্ঠান জনতা সিমেন্ট এজেন্সির হালখাতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) দুপুরে উপজেলার থুকরা বাজারে হালখাতা অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট ফ্যাক্টরির কিং ব্র্যান্ড সিমেন্টের সৌজন্যে সিমেন্ট বিক্রিতে সেরা ৪০০ ব্যবসায়ীকে নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এস এম মোস্তাকিন বিল্লাহ।

প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের হেড অব সেলস খন্দকার কিংশুক হোসেন। প্রধান বক্তা ছিলেন সমিতির প্রিন্সিপাল অফিসার এস এম গোলাম কুদ্দুস।

বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের হেড অব ডিভিশন (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) মো. রবিউল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আব্দুল লতিফ এবং প্যারাগন ফিস ফিডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম।

খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাত শতাধিক ব্যবসায়ী ও প্রতিনিধি হালখাতায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমআরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।