ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়নের বাজেট ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মে ২৪, ২০১৭
নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়নের বাজেট ঘোষণা নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়নের বাজেট ঘোষণা

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার এক নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ মে) বিকেল ৪টার দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু।
 
এসময় বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ, এলজিএসপির নাটোর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) আব্দুল্লাহ আহম্মেদ ইমন বিন রেজা, সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর সালাত, ব্রহ্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেসুর রহমান, শরকুতিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, ইউপি সদস্য ইয়াছিন আলী ও সচিব দুলাল উদ্দিন প্রামাণিক প্রমুখ।


 
ব্রহ্মপুর ইউপির সচিব দুলাল উদ্দিন প্রামাণিক বাংলানিউজকে জানান, বাজেটে মোট আয় দেখানো হয়েছে রাজস্ব খাতে ২৩ লাখ ১৮ হাজার ৫৮৭ দশমিক ৫০ টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে এক কোটি ৫৫ লাখ ৯৩ হাজার ৪৭৬ দশমিক ৫০ টাকা। অপরদিকে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২১ লাখ ৪০ হাজার ২৮৭ দশমিক ৫০ টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৫৪ লাখ ১৫ হাজার ১৭৬ দশমিক ৫০ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৩০০ টাকা।
 
তিনি আরও জানান, বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।