ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩০৭তম সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মে ২৫, ২০১৭
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩০৭তম সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩০৭তম সভা

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩০৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদের (লাবু) সভাপতিত্বে ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করাসহ এর বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।  

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সালাম, সদস্য বদিউর রহমান, আলহাজ্জ মো. হারুন-অর-রশীদ খাঁন, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ হাফেজ মো. এনায়েত উল্যা, আলহাজ্জ আহামেদুল হক, আলহাজ্জ এএনএম ইয়াহিয়া, আলহাজ্জ ইঞ্জিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্জ মো. আনোয়ার হোসেন, ডা. শফিউল হায়দার চৌধুরী, আনোয়ার হোসেন, আলহাজ্জ মো. লিয়াকত আলী চৌধুরী, সেলিম রহমান, খালিদ রহিম, ফারুক আহমেদ সিদ্দিকী, মো. আমির উদ্দিন পিপিএম ও ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান অংশ নেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরাসহ সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মে ২৫, ২০১৭
পিআর/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।