ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিহ্যাব মেম্বার ছাড়া ডেভেলপার ব্যবসা নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মে ২৬, ২০১৭
রিহ্যাব মেম্বার ছাড়া ডেভেলপার ব্যবসা নয় রিহ্যাব-এর লোগো

ঢাকা: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সদস্যপদ ছাড়া কোনো ডেভেলপার প্রতিষ্ঠান রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবে না। বাণিজ্য মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি এমন এক পরিপত্র জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয় পরিপত্রের মাধ্যমে জানিয়েছে, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ১৩ (১) ধারার বিধানমতে সকল ডেভেলপার প্রতিষ্ঠানকে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সদস্যপদ আবশ্যিকভাবে গ্রহণ করার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

একই সাথে পরিপত্রে সকল ডেভেলপারপ্রতিষ্ঠানকে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সদস্যপদ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে।

পরিচালক, বাণিজ্য সংগঠন (ডি টি ও) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুল মান্নান স্বাক্ষরিত এ পরিপত্র এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, এফবিসিসিআই, তেজগাঁও এর বাংলাদেশ প্রকাশনা অফিস, রিহ্যাব সহ ৯টি স্থানে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়:০৬২৩ঘণ্টা, মে ২৬,২০১৭

এসজে/জেএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।